গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
কুষ্টিয়া বিভাগ, কুষ্টিয়া।
(২:২) নাগরিক সেবা তথ্য সারণী ।
|
µ.bs
|
সেবাসমূহ/সেবার নাম
|
দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর নাম
|
সেবা প্রদানের পদ্ধতি
|
সেবা প্রদানের সময়সীমা
|
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সহায়ক চাঁদার পরিমান
|
সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা
|
সেবা প্রাপ্তিতে ব্যর্থ হলে প্রতিকারের বিধান
|
১
|
নিরাপদ পানির উৎস স্থাপন ও অবকাঠামো নির্মাণ (পল্লী এলাকায়)
|
সংশ্লিষ্ট উপজেলার সহকারী প্রকৌশলী/
উপ-সহকারী প্রকৌশলী(জনস্বাস্থ্য)
|
উপজেলা ওয়াটসান কমিটি কর্তৃক অনুমোদিত
|
ওয়াটসান কমিটি কর্তৃক অনুমোদনের ৪৫ কর্ম দিবস
|
সহায়ক চাঁদার পরিমান
১। সাব-মার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ = ১০,০০০/-
২। সাব-মার্সিবল পাম্পযুক্ত অগভীর নলকূপ = ৭০০০/-
৩। অগভীর নলকূপ= ১৫০০/-
৪। অগভীর তারা= ২৫০০/-
৫। গভীর নলকূপ= ৭০০০/-
৬। গভীর তারা= ৭০০০/-
৭। রিংওয়েল= ৩5০০/-
|
১. জাতীয় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন নীতিমালা-১৯৯৮
২. জাতীয় আর্সেনিক নিরসন নীতিমালা ও বাস্তবায়ন পরিকল্পনা (NAMIP-২০০৪)
৩. Water Quality Standard for Bangladesh.
|
জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ
|
২
|
পানির গুনগতমান মান পরীক্ষা (ফিল্ড টেষ্ট কিটের মাধ্যমে)
|
সংশ্লিষ্ট উপজেলার সহকারী প্রকৌশলী/
উপ-সহকারী প্রকৌশলী(জনস্বাস্থ্য)
|
আবেদন পত্র প্রাপ্তির পর ফিল্ড টেস্ট কিট থাকা সাপেক্ষে
|
১০ কর্ম দিবস এর মধ্যে
|
বিনা মূল্যে (মূল্য ধার্যকরণ প্রক্রিয়াধীন)
|
১. জাতীয় আর্সেনিক নিরসন নীতিমালা ও বাস্তবায়ন পরিকল্পনা (NAMIP-২০০৪)
২. Water Quality Standard for Bangladesh.
|
জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ
|
৩
|
স্যানিটেশন সামগ্রী বিনামূল্যে বিতরন
|
সংশ্লিষ্ট উপজেলার সহকারী প্রকৌশলী/উপ-সহকারী প্রকৌশলী(জনস্বাস্থ্য)
|
বরাদ্দ সাপেক্ষ্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রাপ্ত তালিকা মোতাবেক হতদরিদ্রদের মাঝে স্যানিটেশন সামগ্রী বিনামূল্যে বিতরন।
|
প্রাপ্ত বরাদ্দ মোতাবেক
|
নাই
|
দপ্তরীয় আদেশ
|
জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ ।
|
৪.
|
আপদকালীন সেবা
|
সংশ্লিষ্ট উপজেলার সহকারী প্রকৌশলী/উপ-সহকারী প্রকৌশলী/মেকানিক (জনস্বাস্থ্য)
|
আপদকালীন বন্যা ,সাইক্লোন,ক্ষয়-ক্ষতির পরিমান নিরুপন করে সরকারি নির্দেশনা মোতাবেক জরুরি ভিত্তিতে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা।
|
আপদকালীন সময়ে জরুরি ভিত্তিতে তাৎক্ষনিক।
|
বিনা মূল্যে
|
অধিদপ্তরের আদেশ ও সরকারী নির্দেশাবলী
|
জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী।
|
৫
|
প্রশিক্ষণ
|
সংশ্লিষ্ট উপজেলার সহকারী প্রকৌশলী/উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)
|
স্থানীয় সরকার, বেসরকারী সংস্থা, উদ্যেক্তা কর্তৃক আয়োজিত প্রশিক্ষনে প্রশিক্ষক প্রদান করা হয়। তাছাড়া নিরাপদ পানি ও স্যানিটেশন সম্পর্কে জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক, জেলা/ উপজেলা/ ইউনিয়ন পরিষদ পর্যায়ে সভা ইত্যাদি আয়োজন করা।
|
আনুমানিক১০-২০ কর্ম দিবসের মধ্যে।
|
বিনা মূল্যে
|
প্রশিক্ষণ সম্পর্কে পরিপত্র।
|
জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী।
|
৬
|
নলকূপ মেরামত করণ
|
সংশ্লিষ্ট উপজেলার সহকারী প্রকৌশলী/উপ-সহকারী প্রকৌশলী/মেকানিক (জনস্বাস্থ্য)
|
সরকারী নলকূপ মেরামত সংক্রান্ত অভিযোগ প্রাপ্তির পর সংশিষ্ট মেকানিককে মেরামতের জন্য প্রেরন এবং মেরামত করণ।
|
০৭ কর্মদিবসের মধ্যে
|
প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয়করে দেওয়া/ যন্ত্রাংশের মূল্য পরিশোধ করতে হবে।
|
দপ্তরীয় আদেশ
|
জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ ।
|
৭
|
উদ্বুদ্ধকরণ
|
সহকারী প্রকৌশলী,উপ-সহকারী প্রকৌশলী মেকানিক
|
দপ্তরে/মাঠ পর্যায়ে গিয়ে জনগনকে নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত পায়খানার ব্যবহার ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন সংক্রান্ত স্বাস্থ্য বিধি পালন সম্পর্কে জনগনকে উদ্বুদ্ধকরণ।
|
|
|
দপ্তরীয় আদেশ
|
জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলীর নিকট লিখিত অভিযোগ
|